হরতাল সমর্থনে রাজধানীতে লেবার পার্টির মিছিল
মহসমাবেশে হামলার অভিযোগে বিএনপির ডাকা হরতালে সমর্থন জানিয়েছিল বাংলাদেশ লেবার পার্টি। সেই সমর্থনের অংশ হিসেবে আজ রোববার (২৯ অক্টোবর) ঝটিকা মিছিল করেছে দলটি। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সকাল ৯টার দিকে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বালুর মাঠ, জামাত খানা হয়ে কালভার্ট রোড প্রদক্ষিণ করে।
এতে রাজশাহীর সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আলী, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, প্রচার সম্পাদক মনির হোসেন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘সরকারবিরোধী দলের নেতাকর্মীদের সহিংসতার দায় চাপানোর জন্য আইনশৃঙ্খলা বাহীনি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশকে বর্বরতায় পরিণত করেছে। আন্তর্জাতিক শক্তির কাছে মিথ্যাচার করতে পরিকল্পিতভাবে বিরোধীদলগুলোর নিয়মতান্ত্রিক আন্দোলনকে সংঘাত ও সংর্ঘষের মুখোমুখি দাঁড় করেছে।’
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। মির্জা ফখরুলসহ যুগপৎ আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে আবারও বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা করছে।’