পাঁচ দিনের রিমান্ডে বিএনপিনেতা আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় আজ বুধবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন।
এদিন আলালকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর। আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর আসামিরা রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ইট-পাটকেল মেরে গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের অস্ত্র ছিনতাই হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়। গতকাল রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।