সড়ক দুর্ঘটনায় নড়াইল পৌর মেয়র আহত, নিহত ১
সড়ক দুর্ঘটনায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার গাড়িচালক সুজন কর্মকার নিহত এবং মেয়র, কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। গাড়িতে থাকা আহত অন্যরা হলেন কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস, পৌর যুবলীগের সহসভাপতি, পৌর কাউন্সিলর মেশকাতুল ওয়ায়েজিন লিটু ও পৌরসভার অ্যাকাউনট্যান্ট সাইফুজ্জামান লিন্টু।
আহত লিন্টু জানান, আজ দুপুর দেড়টার দিকে তাঁরা গাড়িতে করে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে ফিরছিলেন। এ সময় ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ির পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের গাড়িচালক সুজনকে মৃত ঘোষণা করেন।
আহত লিন্টু আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দুর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে তাঁকে দেখতে আসেন।