তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে আটকের অভিযোগ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় এ অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ছাত্রদলের এই দুই নেতা বাসা থেকে বের হন। সন্ধ্যার আগে বা পরে কোনো একসময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দুজনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টার দিকে একজনকে মিরপুরে তার বাসায় নিয়ে যায়। পরে রাত প্রায় ৪টার দিকে মিরপুরের ওই বাসায় তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয়। সেখানে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে তারা যে পোশাক ও জুতা পরেছে, সেগুলো এবং তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সব গুরুত্বপূর্ণ কাগজ সংগ্রহ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এ সময় বাসায় থাকা অপর ব্যক্তি কোথায় নিয়ে যাচ্ছেন, জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি।