সিরাজগঞ্জে বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন
বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১২ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ বিএনপির এই নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন।
এই আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত নেতারা হলেন কাজীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও নাসির উদ্দিন রতন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদার, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, জেলা যুবদলের সহসভাপতি মহসিন রেজা বিপ্লব, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, নিশ্চিন্তপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিলু, সোনামুখী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু ও বিএনপিকর্মী আশাদুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী কথাবার্তা জনসাধারণের মধ্যে বলে বেড়ায়। বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ২০২২ সালের ২৮ নভেম্বর রাতে আসামিরা মিটিং করছিল। এ সময় মামলার বাদী (কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক) আবু সায়েম ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। তারা উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার বাড়ির সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আবু সায়েম বাদী হয়ে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৪ নেতা-কর্মীকে আসামি করে কাজীপুর থানায় মামলা করেন।
এই মামলায় বিএনপির নেতাকর্মীরা গত ২৭ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ তাঁদের জামিন দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।