বরিশালে হরতালের সমর্থনে বাম জোটের বিক্ষোভ
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়কে পিকেটিং করেছে বাম গণতান্ত্রিক জোট।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নগরের সদর রোডে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দেন বাম জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য কথা কাটাকাটিও হয়। একপর্যায়ে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে, চলমান অবরোধের সমর্থনে ও তফসিল বাতিলের দাবিতে নগরের ১৩ নং ওয়ার্ডে ঝটিকা মিছিল করেছে বিএনপি। তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানায় তারা।
অবরোধে যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করেছে বেশ কয়েকটি লঞ্চ ও বাস। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল পুলিশ সদস্য।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’