আদালতে ককটেল বিস্ফোরণ, তদন্ত প্রতিবেদন ৫ ডিসেম্বর
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার এজাহার ও এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) গ্রহণ করে তদন্ত প্রতিবেদনের দিন ধার্য করেন বিচারক।
এর আগে গত ২০ নভেম্বর রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০ নভেম্বর বিকেল ৩টা ৫২ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে তারা। এতে আদালতে আসা বিচার প্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। সেটি দেখে জড়িতদের শনাক্ত করা গেছে বলে দাবি করছেন পুলিশের কর্মকর্তারা। এখন সন্দেহভাজন ওই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী ও সঙ্গে থাকা এক পুরুষ মহানগর দায়রা জজ আদালতের চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলেন। এসময় তাদের সঙ্গে একটি শিশুও ছিল। এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান।