পাবনায় বিএনপির মশাল মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/11/khulna-bnp-news-pic.jpg)
অবরোধের সমর্থনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মশাল মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ১১তম দফার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর)। অবরোধের আগের দিনই আজ পাবনায় মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সন্ধ্যা ৭টার দিকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমান। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ প্রমুখ।