স্ত্রীর মৃত্যুতে শোক জানাতে প্রতিমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় নেতারা
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সহধর্মিণী লায়লা শামীম আরার (৬৯) মৃত্যুর পর বরিশালের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতারা। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাঁরা শোকাহত প্রতিমন্ত্রীকে তাঁর বাসভবনে গিয়ে সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে যান পূর্ণ মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ, সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
এ ছাড়া প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
যুবলীগনেতা মাহমুদুল হক খান মামুন জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এখন তাঁর বরিশালের বাসবভনে আছেন। আজ রাতে ঢাকায় চলে যাবেন। আগামীকাল শুক্রবার দুপুরে মরহুমার মরদেহ চেন্নাই থেকে ঢাকায় আনা হবে। এরপর বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে প্রতিমন্ত্রীর মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হবে।
লায়লা শামীম আরা দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।