সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের দাফন সম্পন্ন
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সময় টিভির চেয়ারম্যান এই শিল্পপতিকে আজ সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে আসরের নামাজের পর রাজধানীর গেণ্ডারিয়ায় ধূপখোলা মাঠে ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানাতে জড়ো হন শৈশবের বন্ধু, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সর্বস্তরের হাজার হাজার মানুষ।
আজ ভোর ৪টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
স্বজনরা গণমাধ্যমকে জানান, গতকাল রোববারও তিনি সন্ধ্যা পর্যন্ত অফিস করেছেন। রাতে অসুস্থবোধ করলে দ্রুত সময়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মৃত্যুবরণ করেন। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ফজলুর রহমানের জন্ম ১৯৪৭ সালের ৬ মে। ১৯৭২ সালে ৬ ফেব্রুয়ারি তাঁর হাত ধরে সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। ঢাকার গেন্ডারিয়ায় তীর সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে ফজলুর রহমান শিল্প উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের। বতর্মানে এই গ্রুপের অধীনে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে।