খাগড়াছড়িতে মা-ছেলেকে হত্যা, গ্রেপ্তার ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/23/photo-1458732734.jpg)
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী ও ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূ মাজেদা বেগমের স্বামী সাবের আলী (২৪) ও তাঁর বাবা মো. মাহবুব আলী, মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। মাহবুব আলী গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।
গুইমারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাজেদা বেগম (২০) ও ছয় মাসের শিশু সন্তান রিদওয়ানকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করে মাজেদার পরিবার। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাবের আলীকে আটক করে।
এ ঘটনায় মেয়ের বাবা সাহাব উদ্দিন আজ বুধবার মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ি ও দেবরসহ চারজনকে আসামি করে গুইমারা থানায় হত্যা মামলা করেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সাবের আলী, তাঁর বাবা মাহবুব আলম, মা রেনুয়ারা বেগম ও ছোট ভাই শাহজাহানকে গ্রেপ্তার করেছে।
মেয়ের বাবা সাহাব উদ্দিন ও মা আম্বিয়া বেগম জানান, গত কয়েক দিন ধরে জামাই মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করে তাঁদের মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মেয়ে ও নাতি রেদোয়ানকে পরিবারের লোকজন গলা টিপে হত্যা করে।
এদিকে সাবের আলী স্ত্রী ও শিশু পুত্রকে হত্যার দায় স্বীকার করে বলেন, ‘সমাজ আমাকে এ কাজ করতে বাধ্য করেছে।’