মন্ত্রী হিসেবে ডাক পেলেন বিসিবি সভাপতি পাপন
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। আর এই সংসদে নির্বাচিত হয়েই প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। সেই ডাকটি এসেছে মন্ত্রী হতে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আজ বুধবার (১০ জানুয়ারি) রাতে জানা গেল, নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন নেতা ডাক পেয়েছেন। একটি সূত্র বলছে, এই সংখ্যা ৩৬। এরমধ্যে মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ১১ জন ডাক পেলেন।
২৫ জন মন্ত্রীর তালিকায় আছেন বিসিবি সভাপতিও। ২০১২ সালে আ হ ম মোস্তফা কামালের পর বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন পাপন। এখন পর্যন্ত বহাল আছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্বে।
এর আগে, ২০০৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে কিশোরগঞ্জ-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের দুই মেয়াদেও এই আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন।