যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে কী চাইল বাফুফে?
যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন, দেশের সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গেই বৈঠকে বসবেন তিনি। এরমধ্যে কয়েকটি ফেডারেশনের সঙ্গে আলাদা করে বসবেন বলে জানান। বাংলাদেশ ফুটবল ফেডরেশন (বাফুফে) তার অন্যতম। ক্রিকেটের পর বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল ফেডারেশনের দাবি-দাওয়াগুলো যাচাই-বাছাই করে যতটা সম্ভব পূরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সেই মোতাবেক বাফুফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজ বুধবার (২৪ জানুয়ারি) বাফুফের সঙ্গে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন নাজমুল হাসান। সভায় বাফুফে নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তার কাছে।
সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি জানান, কী কী বিষয়ে আলোচনা হয়েছে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে। এর মধ্যে অন্যতম ছিল স্টেডিয়াম সংস্কার ও নতুন স্টেডিয়াম নির্মাণ।
সালাম মুর্শেদী বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তার কাছে আমরা বিভিন্ন বিষয় তুলে ধরেছি। তার মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার, নারী ফুটবলের অগ্রগতি, পুরুষ ও নারী ফুটবল দলের চাহিদা অন্যতম। বিশেষ করে উনার কাছে আমরা চারটি নতুন স্টেডিয়াম চেয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বলেছেন, স্টেডিয়াম দিলে আমরা তার সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে পারব কি না। আমরা এ বিষয়ে উনাকে আশ্বস্ত করেছি।’