সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খানের জানাজা সম্পন্ন
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউথ হাসান, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহছানুল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য আইনজীবী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাশেম খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করে আবুল হাশেম খান স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান। ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ২০২১ সালর ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকট আব্দুল মতিন খসরুর মত্যু হলে আসনটির উপনির্বাচনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরর ১৪ জুলাইয়ের উপনির্বাচন বিনা প্রতিদ্বদ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করন তিনি। ১৯৮৩ সাল উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এর তিন বছর পর সাধারণ সম্পাদক হন তিনি। ২০০৩ সালে উপজলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তাকে আহ্বায়ক করা হয়। ২০১৯ সালে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান তিনি।