দুবার পিছিয়ে পড়েও আবাহনীর সঙ্গে মোহামেডানের ড্র
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ আবাহনী-মোহামেডানের ম্যাচ। ফুটবলের ভরা সময়ে দুদলের ম্যাচ দেখতে উপচে পড়ত দর্শকের ভিড়। সেই সময়টা এখন নেই দেশের ফুটবলে। তবে, আবাহনী-মোহামেডান ম্যাচ মানে এখনও সেই উত্তেজনা। অন্তত, মাঠের লড়াইয়ে তার প্রমাণ মিলল আরেকবার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আবাহনীর সঙ্গে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছে মোহামেডান। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় আবাহনী। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আকাশী-নীলদের এগিয়ে নেন ব্রুনো গনজালভেজ। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে মোহামেডান। একাধিক সুযোগ পেলেও প্রথমার্ধে কোনো গোল পায়নি সাদাকালোরা। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পায় আবাহনী। এবার দলকে এগিয়ে নেন স্টুয়ার্ট কর্নেলিয়াস। দুই গোল হজম করে আরও আগ্রাসী হয় মোহামেডান। ক্রমাগত আক্রমণে পেয়ে যায় জোড়া পেনাল্টি। প্রথমটি থেকে দিয়াবাতে গোল করে ব্যবধান কমান। পরের স্পটকিকটিও কাজে লাগিয়ে মতিঝিলপাড়ার ক্লাব মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে।
তবে, দ্বিতীয় পেনাল্টিটি মেনে নিতে পারেননি ধানমণ্ডির ক্লাব আবাহনী। ম্যাচে ছড়িয়ে পড়ে উত্তেজনা। রেফারি লাল কার্ড দেখান আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামকে। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২-২ গোলে।