আবাহনীকে হারিয়ে প্রিমিয়ার লিগে মোহামেডানের স্বস্তি
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেছে ঢাকা মোহামেডান। গত সপ্তাহে বসুন্ধরা কিংসের কাছে ফেডারেশন কাপের ফাইনাল হারে মোহামেডান। সেই হারে খানিকটা হলেও প্রলেপ দিতে পেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে পাওয়া জয়।
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আজ বুধবার (২৯ মে) আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচটি ছিল দ্বিতীয় স্থান নির্ধারণের লড়াই। আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সবার ধরা-ছোঁয়ার বাইরে দলটি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ মাঠে নামার আগে ১৭ ম্যাচে সমান ৩২ পয়েন্ট ছিল আবাহনী-মোহামেডান উভয় দলের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচ ড্র হলেও মোহামেডানই হতো বিপিএলের রানার্সআপ। হারলে অবশ্য নেমে যেত তৃতীয় স্থানে। সেটি হতে দেননি সাদাকালোদের ফুটবলাররা।
এদিন ম্যাচে প্রথম গোল পায় আবাহনী। ১৩ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে নেন ব্রুনো রোচা। পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় মোহামেডান। ২৮ মিনিটে আরিফ হোসেনের গোলে সমতা ফেরায় দলটি। প্রধমার্ধ শেষ হয় ১-১ সমতায়। ম্যাচের ৮৪ মিনিটে মোহামেডান তারকা সোলাইমান দিয়াবাতের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে, ৯০ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আরিফ।
১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগে রানার্সআপ হলো মোহামেডান। অন্যদিকে, সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল আবাহনী।