আশুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গ্রেপ্তার ১৬
ইউনয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত উপজেলার দুর্গাপুর ও তাজপুরে অভিযান চালিয়ে এ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ও তাজপুর এলাকার দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এ ছাড়া শনিবার সকাল পর্যন্ত আরো ছয়জনকে গ্রেপ্তার করা হলে ১৫১ ধারা মোতাবেক আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।