কুয়েতের মাঠে দর্শক সমর্থন চান বাংলাদেশের ফুটবলাররা
বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দল। ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্বের খেলায় ফিলিস্তিনকে মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুয়েতের নিরপেক্ষ ভেন্যুতে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাতে শুরু হবে ম্যাচটি।
মধ্যপ্রাচ্যের আবহাওয়া ও পরিবেশ বাংলাদেশের চেয়ে ভিন্ন। গরমের মাত্রাও বেশি। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কুয়েত যাওয়ার আগে টানা দুই সপ্তাহ সৌদি আরবে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সর্বশেষ চারদিন অনুশীলন করেছে কুয়েতে। ফিলিস্তিনের সঙ্গে ভালো ফলের ব্যাপারে আশাবাদী লাল-সবুজের প্রতিনিধিরা।
সম্প্রতি দেশের ফুটবল আগের চেয়ে গুছিয়ে তুলছে নিজেদের। দর্শকরাও হচ্ছে মাঠমুখী। বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচের আগে প্রবাসী দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার তপু বর্মণ। বাফুফের দেওয়া এক ভিডিওবার্তায় দর্শকের উদ্দেশে কথা বলতে দেখা যায় তাকে।
তপু বলেন, ‘যখন আমরা কুয়েতের মাটিতে পা দেই, উষ্ণ অভ্যর্থনা পাই। যতটা সাদরে আমাদের গ্রহণ করা হয়, সবাই অবাক হই। এতটাও আশা করিনি আমরা। এখন এখানকার বাঙালি সমর্থকদের বলব, আমাদের মাঠে এসেও সমর্থন দেবেন আপনারা। আপনাদের সমর্থক আমাদের কাছে অনেক বড় ব্যাপার। খেলোয়াড়রাও চেষ্টা করব, ভক্তদের হতাশ না করতে। আমরা সবাইকে একটা ভালো ফলাফল উপহার দিতে চাই।’