ফিফার কাছ থেকে সুখবর পেল বাংলাদেশ
অক্টোবর মাসে মাঠে নেই বাংলাদেশ পুরুষ ফুটবল দলের খেলা। কোনোরকম প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ না নিয়েই অবশ্য সুখবর পেলেন জামাল-মোরসালিনরা। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ হালনাগাদে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তালিকায় যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আগের অবস্থান ছিল ১৮৬ নম্বরে। বর্তমানে তারা উঠে এসেছে ১৮৫ নম্বরে। যদিও, গত মাসে অবনতি হয়েছিল বাংলাদেশের। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে তখন অবস্থান নামে ১৮৬-তে। সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যার একটিতে জয় পায়, অপরটিতে মাঠ ছাড়ে হারের তিক্ততা নিয়ে।
অক্টোবরে ম্যাচ না খেললেও নভেম্বরে মাঠে নামতে পারে বাংলাদেশ। দেশের মাটিতে মালদ্বীপের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে, খেলা হওয়ার সম্ভাবনা বেশি।
দেশের ফুটবলে এখন বইছে নির্বাচনের হাওয়া। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। অন্যদিকে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। নিশ্চিত করেছে সেমিফাইনাল। সবমিলিয়ে বলা চলে, দেশের ফুটবলে ভালো সময় চলছে।