আনন্দ আর হারের শঙ্কা নিয়ে বাংলাদেশের দিন পার
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা এই সিরিজের সেরা বোলিংটা উপহার দিয়েছেন। দুই টেস্টে আগের তিন ইনিংসে যতটা আলো ছড়িয়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা, ততটাই বিবর্ণ এই ইনিংসে। হাসান মাহমুদের পেস তোপে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। তৃতীয় দিন শেষ করেছে ২৫ ওভারে ছয় উইকেটে ১০২ রান নিয়ে।
এরপরও সুবিধাজনক স্থানে আছে সফররত শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের রান পাহাড় তাদের এগিয়ে রেখেছে। দিন শেষে লিড ৪৫৫ রানের। আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) চতুর্থ দিনে লঙ্কানরা যতটা সম্ভব নিজেদের রান বাড়াতে চাইবে। এই সিরিজের যা গতিপথ, তাতে চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের ভবিতব্য ম্যাচ হারই।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই লঙ্কানদের চাপে রাখেন হাসান মাহমুদ। তিন ওভারের মধ্যে ১৫ রানে দুই উইকেট হারায় দলটি। শুরুতে দুই উইকেট হারালেও এরপর সামলে নেয় নিজেদের। ৪৫ রানের জুটি গড়েন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। মাদুশকাকে মিরিজের ক্যাচ বানিয়ে ফেরান হাসান। একটু পর দিনেশ চান্দিমালও পরিণত হন হাসানের শিকারে। তার ক্যাচ নেন দিপু। এর আগে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে সাজঘরে ফেরান হাসান। লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান ডেঞ্জারম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে। ছয় উইকেটের চারটি নেন হাসান, খালেদ দুটি।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৫৩১ রান। জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে, স্বাগতিকদের ফলোয়ন না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে সফফররত শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ২৫ ওভারে ১০২/৬* ( করুনারত্নে ৪, মাদুশকা ৩৪, কুশাল ২, ম্যাথুস ৩৯*, চান্দিমাল ৯, ডি সিলভা ১, কামিন্দু ৯, প্রভাত ৩*; খালেদ ৯-২-২৯-২, হাসান ১১-১-৫১-৪, সাকিব ৪-০-২০-০, তাইজুল ১-০-১-০)
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৮/১০।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১/১০।