ফেনীত দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়িতে আহাজারি, পাশাপাশি দাফন
ফেনীতে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় কুমিল্লার নিহত তিনজনের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। আজ শুক্রবার (৫ এপ্রিল) পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক বালু নিয়ে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন ঈদ শপিং করতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাকতলা গ্রামে। তাঁরা হলেন ইয়াছিনের ছেলে সাজ্জাদ (২০), রুহুল আমিনের ছেলে রিফাত (১৯) ও নুরুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (১৯)। আজ বিকেলে শাকতলা আজিজিয়া হাফজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।
উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানান, শাকতলা গ্রামের ১১ বন্ধু চট্টগ্রামে ঈদ শপিং করার উদ্দেশে সকালে পাশের উপজেলা নাঙ্গলকাট হাসানপুর গিয়ে ট্রেনে উঠেন। তিনজন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন আর বাকি আটজন ট্রেনের ভেতরে বসেন। ফেনীর ফাজিলপুরে বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধু নিহত হন।