ফের দুদিনের রিমান্ডে সাবেক আইজিপি শহিদুল
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকসহ তিন আসামিকে ফের দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার (১৩ নভেম্বর) কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতের বিচারক ফারহানা সুলতানা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও মামলার বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু।
আগামী ২৭ নভেম্বরের মধ্যে রিমান্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন—সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার ও কুমিল্লা বুড়িচং উপজেলার আওয়ামী লীগনেতা জহিরুল ইসলাম সেলিম।
বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা চৌদ্দগ্রামে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে হত্যার সঙ্গে সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জড়িত। তারা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ও চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের সঙ্গে পরিকল্পনা করে এমন নেক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
গত ১১ নভেম্বর একই আদালতে তাদের দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এই দুদিনের রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হয়।