বার্সায় ফিরতে চান গার্দিওলা, তবে ভিন্নরূপে
কোচ হিসেবে আজকের সফল পেপ গার্দিওলার শুরুটা বার্সেলোনায়। ২০০৮ থেকে ২০১২, এই চার বছরে বার্সাকে সর্বজয়ী এক দলে পরিণত করেছিলেন তিনি। প্রথম মৌসুমেই জিতিয়েছিলেন ট্রেবল, পরের মৌসুমে তো গড়েছেন ইতিহাস। এক মৌসুমে গার্দিওলার সেই বার্সার জেতা ছয় শিরোপার রেকর্ড ভাঙতে পারেনি কেউ। তার কোচিংয়ে চার বছরে ১৪টি শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা।
বার্সার পাট চুকিয়ে তিনি কোচিং করিয়েছেন বায়ার্ন মিউনিখকে। এখন আছেন ম্যানচেস্টার সিটির দায়িত্বে। তার অধীনেই গত বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় সিটি। নিজেকে সর্বকালের অন্যতম সেরা কোচের কাতারে নিয়ে যাওয়া গার্দিওলা আবারও ইচ্ছে পোষণ করেছেন বার্সায় ফিরে যাওয়ার।
তবে, গেলেও কাতালান ক্লাবটিতে ফের কোচ হয়ে যাওয়ার ইচ্ছে নেই তার। তিনি আরও বড় পদে বসতে চান। জানিয়েছেন, বার্সায় গেলে কোচ হিসেবে নন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ফিরতে চান। সোজাসুজিই জানান, তিনি হতে চান ক্লাবটির প্রেসিডেন্ট।
গোল ডটকমে আজ বুধবার (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন অনুসারে গার্দিওলা বলেন, ‘আমি ফিরব বার্সায়। তবে, ভিন্নরূপে। আর কোচ হিসেবে ফিরতে চাই না। যদি ফিরতেই হয়, প্রেসিডেন্ট হিসেবে ফিরব। কোনো চাপ থাকবে না।’
গার্দিওলা আরও জানান, তিনি প্রেসিডেন্ট হলে বোর্ডের স্পোর্টিং ডিরেক্টর কাকে বানাবেন। এখানে তার পছন্দ স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বনমাতি।