জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ নেতাকর্মী কারাগারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/25/moulvibaxar_pic.jpg)
বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এই ১৪ নেতাকর্মী জেলা ও দায়েরা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন জেলা বিএনপি সহসাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুবদলের এম এ নিশাদ, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম, যুবদলের ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হান্নান, রোহেল আহমেদ ও মামুনুর রশিদ এবং যুবদলের জাহেদ আহমেদ।
জাতীয় নির্বাচনের আগে গত বছরের ৫ নভেম্বর পুলিশ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করে। এ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে এক মাসের আগাম জামিন নেন তাঁরা।