এলপিএলে বাংলাদেশ থেকে ডাক পেলেন তামিমসহ চারজন
লঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলসি) প্রাথমিকভাবে ডাক পেলেন ৫০০ বিদেশি ক্রিকেটার। ক্রিকেট খেলুড়ে ২৪টি দেশের ক্রিকেটাররা নিজেদের নাম লেখান নিলামের জন্য। তাদের তালিকা আজ সোমবার (২৯ এপ্রিল) চূড়ান্ত করেছে এসএলসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন চারজন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ আছেন এই তালিকায়।
শ্রীলঙ্কার ঘরোয়া এই আসরে নিউজিল্যান্ডের চারজন তারকা ডাক পেয়েছেন। তারা হলেন—টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি ও মার্ক চ্যাপম্যান। ওয়েস্ট ইন্ডিজ থেকে ডাক পাওয়ারা হলেন—শাই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার। ইংল্যান্ড থেকে রিচি টপলি, অস্ট্রেলিয়ার উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার তাব্রাইজ শামসি, পাকিস্তানের নাসুম শাহ এবং আফগানিস্তান থেকে ইবরাহিম জাদরান ডাক পেয়েছেন।
এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই। তবে, এখনও নিলামের তারিখ ঘোষণা করেনি কর্তৃপক্ষ।