মুস্তাফিজ ঝলকেও পারেনি ডাম্বুলা, ব্যাটিংয়ের সুযোগ পাননি হৃদয়
বড় লক্ষ্যে খেলতে নেমে একটা সময় খেই হারিয়ে ফেলে ডাম্বুলা সিক্সার্স। আভিষ্কা ফার্নান্দোর ৩৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে হার প্রায় নিশ্চিতই ছিল মুস্তাফিজুর রহমানের দলের। সেখান থেকে দলকে ব্রেক থ্রু এনে দেন ফিজ। তবে, দলের বাকিদের ব্যর্থতায় ম্যাচ জেতা হয়নি ডাম্বুলার। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আজ বুধবার (৩ জুলাই) জাফনা কিংসের কাছে চার উইকেটে হারে ডাম্বুলা।
আগে ব্যাট করে ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ডাম্বুলা। জবাবে শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় জাফনা। ২০ ওভারে ছয় উইকেটে ১৯৭ রান তোলে দলটি।
এলপিএলে ডাম্বুলার হয়ে প্রথম ম্যাচেই একাদশে ছিলেন তাওহিদ হৃদয় ও মুস্তাফিজ। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে হতাশ করলেও হৃদয় ছিলেন উজ্জ্বল। ফলে, এলপিএলেও খেলছেন শুরু থেকে। প্রথম ম্যাচে অবশ্য হতাশই করেছিলেন তিনি। ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে দুই বল খেলে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন।
দ্বিতীয় ম্যাচে আবারও সুযোগ পেয়েছেন হৃদয়। তবে, এদিন ব্যাট হাতে মাঠে নামতে পারেননি তিনি। কুশল পেরেরার অনবদ্য শতকে বিশাল সংগ্রহ গড়েছে ডাম্বুলা। ৫২ বলে ১০টি চার ও পাঁচ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন লঙ্কান এই তারকা। তাতে, হৃদয়দের দলও গড়ে মাত্র দুই উইকেট হারিয়ে ১৯১ রান।
ব্যাটিংয়ের সাফল্য বোলারদের ব্যর্থতায় ম্লান হয়। মুস্তাফিজের দলের প্রায় সবাই মার খেলেও কাটার মাস্টার ছিলেন সফল। চার ওভারে ৩০ রানে দুই উইকেট নেন তিনি। মোহাম্মদ নবীই কেবল তারচেয়ে ভালো বোলিং করেছেন। চার ওভারে ২০ রান দিয়ে এক উইকেট পান আফগান এই তারকা। যদিও, ফিজ বা নবী কেউই পারেননি দলকে কাঙ্খিত জয় এনে দিতে।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা। হৃদয়ের সঙ্গে একই দলে আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিরা থাকায় টুর্নামেন্ট নিয়ে রয়েছে ভক্তদের আগ্রহ।