সাকিবকে পেছনে ফেলে সবার ওপরে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া ফুলটস েবল ঠিকঠাক খেলতে পারেননি সূর্যকুমার যাদব। ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল গ্লাভস বন্দি করেন জাকের আলী। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পায় বাংলাদেশ। মুস্তাফিজের খাতায় উইকেট যোগ হতেই নাম লেখান নতুন মাইলফলকে।
সাকিব আল হাসানকে পেছনে নিজেকে সবার ওপরে নিয়ে যান মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন কাটার মাস্টার। মুস্তাফিজের নামের পাশে জ্বলজ্বল করছে এখন ১৫০টি উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের কীর্তি স্পর্শ করেছেন ফিজ। ১৪৯ উইকেট নিয়ে এতদিন সবার ওপরে ছিলেন সাকিব।
সাকিবের সমান ১৪৯ উইকেট নিয়ে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুস্তাফিজ। ১২তম ওভারে সূর্যকুমারকে ফিরিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান বাঁহাতি এই পেসার।
ম্যাচের হিসাবেও সাকিবকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। ১৪৯ উইকেট পেতে গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা সাকিবের লেগেছে ১২৯ ম্যাচ। ১১৮ ম্যাচেই ১৫০ উইকেটের সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ফিজ।