আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় মুস্তাফিজ
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এর আগে ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার ড্রাফটের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। সেখান থেকে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সেই তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান। শীর্ষ বিদেশি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে তাকে।
৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি পার হওয়ার পর সোমবার (১ ডিসেম্বর) নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। ১৩ পৃষ্ঠার লম্বা এই তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয়েছে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয় ও আকাশ দীপের মতো তারকারা। বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার কেবল ভারতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়।
তালিকায় মোট ১৪টি দেশের খেলোয়াড় রয়েছেন। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় নাম লিখিয়েছেন এবারের নিলামের জন্য। এমনকি মালয়েশিয়ার একজন ক্রিকেটারও আছেন–ভারতীয় বংশোদ্ভূত ডানহাতি অলরাউন্ডার বিরানদীপ সিং ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন।
মুস্তাফিজ ছাড়াও ২ কোটি ভিত্তিমূল্যের তালিকায় আছেন—ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জস ইংলিস, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, টম ব্যান্টন, টম কারেন, লিয়াম ডসন, ড্যানিয়েল লরেনস, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আইনরিখ নোর্কিয়া, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নাম লিখেছেন, মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, রাহুল চাহার, আকাশ দীপ, দীপক হুদা, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদবরা। তাদের মধ্যে মাত্র দুইজন—রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার নিজেদের ভিত্তিমূল্য ২ কোটি রুপি রেখেছেন।

স্পোর্টস ডেস্ক