সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি ফায়ার সার্ভিসের
সুন্দরবনে অগ্নিকাণ্ড নির্বাপণ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ সোমবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, সবার সম্মিলিত সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর পরও আগামী দুদিন জায়গাটিতে নজরদারি রাখা হবে। আগামী দুদিন বনবিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে।
আজ দুপুরের পর ঘটনাস্থল ত্যাগ করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গত শনিবার দুপুরে লাগা আগুন নিভানোর কাজ শুরু হয় গতকাল রোববার সকালে। ততক্ষণে আগুনের বিস্তার ঘটে বনের পাঁচ একর জায়গাজুড়ে। আর এ অভিযানের ৪৮ ঘণ্টার মাথায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আনার ঘোষণা দিয়ে কার্যক্রম সীমিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।