জালভোট দেওয়ায় নারীসহ আটক ৭, জেল-জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে মোট সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে তাদের দুটি উপজেলার একাধিক ভোটকেন্দ্র থেকে আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন। এ ছাড়া ইজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন এবং মুড়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজনকে আটক করা হয়। তাঁরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। রায়ের পর বিষয়টি নিশ্চিত করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট রিয়াজ উদ্দিন।
অপরদিকে বাহুবল উপজেলায় জালভোট দিতে গেলে স্কুলছাত্রসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলিম। অপর দুজন স্কুলছাত্র হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।