ডেঙ্গু প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
আসছে বাজেটে সাধারণ মানুষের উপকার হবে না এমন কোনো প্রকল্প স্বাস্থ্যখাতে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
গতকাল রোববার (২ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রীর জেনেভা ও লন্ডন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বাজেটে বরাদ্দের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তা পাস হবার পরই কাজ শুরু হবে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের বিস্তার রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তবে ডেঙ্গু মশা ও লার্ভা ধ্বংসের দায়িত্বে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান মন্ত্রী।
সবাই সম্মিলিতভাবে সচেতনতা না বাড়ালে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।