মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড গড়লেন রুশ সাংবাদিক
রাশিয়ান স্পেস এজেন্সি’র (রসকসমস) মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে এক হাজার দিন পৃথিবীর কক্ষপথে আইএসএস-এ কাটিয়েছেন।
বুধবার রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস জানিয়েছে, মঙ্গলবার একটি মাইলফলক অর্জন করেছেন ওলেগ কোননেনকো। ২০০৮ সাল থেকে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন তিনি। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর।
রসকসমস প্রেস অফিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘বুধবার ০০:০০:২০ মস্কোর স্থানীয় সময়, রসকসমস স্টেট কর্পোরেশন মহাকাশচারী ওলেগ কোনোনেনকো যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন। তিনি মোট স্পেসফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের এক হাজার দিনের রেকর্ড গড়েছেন।’