মাংস সংগ্রহের সময় ধাক্কাধাক্কি, ঢাকা মেডিকেলে ৭৫ বছরের ফুলমতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/17/aaht_phulmti.jpg)
৭৫ বছর বয়স, নাম ফুলমতি। থাকেন মহাখালিতে। মাংস সংগ্রহের জন্য তিনি আজ সোমবার (১৭ জুন) রাজধানীর গুলশানের নিকেতনে যান। একটি বাড়ি থেকে কিছু মাংস পান। এরপর যান আরেকটি বাসায়। সে বাসার সামনে অনেক মানুষের ভিড় ছিল।
ওই বাসায় যখন মাংস বিলি-বন্টন করা হচ্ছিল, তখন হুড়োহুড়ি বাধে। এর মধ্যে পড়েন ফুলমতি। ধাক্কায় পড়ে যান সড়কের পিচের ওপর। এতে তার ডান হাতের অনেকটা অংশের চামড়া ছিলে যায়।
নাদিম নামে এক সিএনজিচালক ঘটনাটি দেখতে পান। তিনি ফুলমতিকে সিএনজিতে তুলে গুলশানের একটি হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতাল থেকে বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। পরে ফুলমতিকে ঢামেকের জরুরি বিভাগে আনেন নাদিম।
জরুরি বিভোগে আজ বিকেল ৩টার দিকে ফুলমতির সঙ্গে কথা হয় এনটিভির এই প্রতিবেদকের। সে সময় ফুলমতি জানান, তিনি মাংস সংগ্রহের জন্য নিকেতনে গিয়েছিলেন। মাংস বিলি-বন্টনের সময় ভিড় ছিল। ভিড়ের মধ্যে লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার ওপরে গিয়ে পড়েন আরেকজন। এতে তিনি চাপা পড়েন। দাঁড়াতে গিয়ে দেখেন, তার ডান হাতের অংশ ছিলে বের হয়ে আছে মাংস।
সিএনজিচালক নাদিম বলেন, ‘আমি ফুলমতিকে চিনি না। রাস্তায় পড়ে থাকতে দেখে গুলশানের এক হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডাক্তার রক্ত পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করেন। ওখান থেকে ঢাকা মেডিকেলে আনতে বলেন। তাই আনলাম। এখানে যা ভিড়, কখন ডাক্তার দেখে আল্লাহ জানেন।’
জরুরি বিভাগে ফুলমতিকে ধরে নিয়ে যান নাদিম। ওই বৃদ্ধা দাঁড়াতে পারছিলেন না। পরে বসার একটা ব্যবস্থা করা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করা হলে একজন নার্স গিয়ে তাকে দেখেন। তিনি সব দেখে জানান, রোগীর প্রচুর চাপ। খুব শিগগির তাকে দেখার ব্যবস্থা করা হচ্ছে।
আজ রোববার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই ধর্মীয় রীতিতে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। কোরবানির এই সময়ে অনেকেই মৌসুমি কসাই হিসেবে কাজ করছে। এতে ঘটছে নানারকম দুর্ঘটনা। বিকেল ৩টায় শেষ তথ্য পাওয়া পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন ১২৭ জন। তাদের মধ্যে ১১৭ জনই মৌসুমি কসাই। পশু কাটতে গিয়ে যাদের কারও হাত কেটেছে, পা কেটেছে।