খুলেছে অফিস, বিরাজ করছে ঈদের আমেজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/19/aphis-chbi.jpg)
ঈদের ছুটির পর সরকারি অফিস খুলেছে। তবে দপ্তরগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে। উপস্থিতির সংখ্যা খুবই কম। যারা সময়মত অফিসে এসেছেন তারাও পরষ্পর কোলাকুলি করে ও শুভেচ্ছা বিনিময় করছেন। আজ বুধবার (১৯ জুন) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও সকাল ১০টা পর্যন্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসেছেন। কর্মকর্তাদের উপস্থিতিও কম।
এদিকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঈদুল আজহার ছুটির পর, আজ প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারি ও স্টক মার্কেট চলবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/19/office-open.jpg)
বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সময়সূচিতে ফিরছে অফিস।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।