মদ পান করে মাতলামি, দুজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/25/netrokona_pic.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে মদ পান করে প্রকাশ্যে মাতলামি করায় দুজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৫০০ টাকা করে জরিমানাও করা হয়। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়ার জুলহাস মিয়া (৩৫) ও একই ইউনিয়নের আগার গ্রামের বাদশা মিয়া (৫২)। পুলিশ তাঁদের আজ মঙ্গলবার (২৫ জুন) কারাগারে পাঠিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মদ পান করে রাস্তায় মাতলামিসহ বিভিন্ন লোকজনকে গালমন্দ করতে থাকেন জুলহাস ও বাদশা। পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান জানান, মদ পান করে প্রকাশ্যে মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে কারাদণ্ডাদেশসহ ৫০০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশপ্রাপ্ত দুজনকে আজ কারাগারে পাঠানো হয়েছে।