বিএনপিনেতা নাদিম মোস্তফা আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/30/bienpinetaa-mrtyu_0.jpg)
বিএনপিনেতা নাদিম মোস্তফা। ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার (৩০ জুন) বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
নাদিম মোস্তফার মৃত্যু খবর নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নাদিম মোস্তফার মরদেহ দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নামাজের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলেও জানান শায়রুল কবির খান।