খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের মহানগরে বিএনপির সমাবেশ আজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/01/bnp.jpg)
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের মহানগরে আজ সোমবার (১ জুলাই) সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর ছাড়া সব মহানগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান এবং সমন্বয়কারী বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সভাপতিত্ব করবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, খুলনা মহানগর ও জেলায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বরিশাল মহানগর উত্তর ও দক্ষিণ জেলা প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সমন্বয়কারী বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, রংপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, রাজশাহী মহানগর ও জেলায় প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
সিলেট মহানগর ও জেলা বন্যা কবলিত হওয়ায় এখানে সমাবেশের বিষয়ে কিছু জানানো হয়নি। সমাবেশে জাতীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ স্ব স্ব জেলায় কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ উক্ত কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন।