মোবাইলফোনের ইন্টারনেট চালু বিকেলে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ফোনের ফোর-জি ইন্টারনেট সেবা চালু হবে আজ রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায়। সব অপারেটরের গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ডেটা ফ্রি পাবেন।
আজ রোববার (২৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের নাশকতার ঘটনার পর সারা দেশে গত বুধবার (১৭ জুলাই) রাতে মোবাইল ফোনে এবং পরদিন বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। এরপর গত ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। আর আজ বিকেল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালু হতে যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।