শ্রীলঙ্কা সিরিজকে হালকাভাবে দেখছেন না রোহিত
বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে দুটি সিরিজ খেলেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শুক্রবার (২ আগস্ট) থেকে শুরু হবে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে, ওয়ানডে সিরিজে দায়িত্ব থাকছে তার হাতেই।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটিকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শুরু হিসেবে দেখছেন অনেকে। রোহিত সেটি মানতে নারাজ। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক মনে করেন, এটা অনুশীলনের মাঠ না (শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ), আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচের আগে রোহিত বলেন— ‘অনেকেই বলছে, ভারতের জন্য সিরিজটি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শুরু। কেউ কেউ পরের ওয়ানডে বিশ্বকাপের জন্য এই সিরিজ থেকেই প্রস্তুত হওয়ার কথা বলছেন। আমার মনে হয় না, অতদূর ভাবতে হবে। শ্রীলঙ্কাকে হালকাভাবে দেখার কিছু না। এটা অনুশীলনের মাঠ না, আন্তর্জাতিক ম্যাচ। আমাদের লক্ষ্য সেরাটা দিয়ে সিরিজ জেতা। কলম্বোতে আমরা সময় কাটাতে আসিনি।’
এদিকে, শ্রীলঙ্কা দল থেকে চোট সমস্যা যেন মিটছেই না। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফের চোটে পড়লেন দুই তারকা। দুই পেসার মাতিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা ছিটকে পড়লেন সিরিজ থেকে। কাঁধের চোটে সিরিজ শেষ হয়েছে পাথিরানার। মাদুশাঙ্কার চোট হ্যামস্ট্রিংয়ে। এই দুজন ছাড়াই দলে আগে থেকে নেই দুশমন্থ চামিরা ও নুয়ান থুসারা। চামিরা ও থুসারা খেলতে পারেননি টি-টোয়েন্টিতেও।
পাথিরানা ও মাদুশাঙ্কার বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে দুই নতুন মুখ মোহাম্মদ সিরাজ ও ঈশান মালিঙ্গাকে। দুজনের কেউই এখনও অভিষিক্ত হননি দলে।