ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
ঝিনাইদহে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৮ আগস্ট) বিকেল ৪ টায় ৬ উপজেলায় একযোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধী সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতারা ওই সভায় উপস্থিত ছিলেন।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আজিম-উল আহসান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জামায়াতের জেলা আমির আলী আজম মো. আবু বক্কর, জেলা সেক্রেটারি মো. আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডাক্তার মোমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিহাব উদ্দিন, চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আজাদ রহমান, আসিফ ইকবাল কাজল, সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সভায় জানান, জেলার কোথাও পুলিশ সদস্যের মৃত্যু কিংবা থানা আক্রান্ত হয়নি। ইটপাটকেলে কয়েক জন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন মাত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা।