আর্জেন্টিনা-স্পেন ফিনিলিসিমার দিনক্ষণ নিয়ে শঙ্কা
ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। দুই মহাদেশের সেরা দল থেকে আরেকটি সেরা বেছে নেওয়ার ম্যাচটি প্রথম অনুষ্ঠিত হয় ২০২২ সালে। আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি জিতে প্রথমবার ফিনালিসিমা জিতেছিলেন লিওনেল মেসিরা। এবারও এই ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোপার শিরোপা ধরে রেখেছে আকাশী-নীলরা। তবে, ইউরোর নতুন রাজা স্পেন। দুদলের মধ্যকার শ্রেষ্ঠত্বের এই লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। যদিও, এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দেখা দিয়েছে শঙ্কা। ফুটবলের ব্যস্ত সূচির মাঝে বের করা যাচ্ছে না সময়।
আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুল আজ শনিবার (১০ আগস্ট) তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ফিনিলিসিমা প্রসঙ্গে একটি পোস্ট করেন। জানানো হয়, আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি ২০২৫ সালে আয়োজিত হওয়ার কথা থাকলেও সময় মিলছে না এখনও।
এদুল বলেন, ‘ফিনিলিসিমা ২০২৫ এর সময় পাওয়া যাচ্ছে না। ফুটবলের ব্যস্ত সূচিতে একটি দিন বের করার কষ্টসাধ্য হয়ে পড়েছে। আগামী বছর যে সময়টাতে এটি মাঠে গড়ানোর কথা, তখন বিশ্বকাপের বাছাইপর্ব ও ক্লাব বিশ্বকাপের ম্যাচ আছে। ক্লাব ও জাতীয় দলের ব্যস্ত সূচিই এর বড় কারণ।’