যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান নারী ক্রীড়াবিদরা
নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গণে আমূল পরিবর্তন আনতে এবার সোচ্চার নারীরা। মহিলা ক্রীড়া সংস্থাসহ ফেডারেশনগুলোতে রাজনৈতিক পরিচয়ে নয়, নারী ক্রীড়াবিদদের প্রত্যাশা যোগ্যতার ভিত্তিতে হোক মূল্যায়ন।
দেশের নারী ক্রীড়াবিদদের আঁতুড় ঘর বলা হয় মহিলা ক্রীড়া সংস্থাকে। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অন্য সব ফেডারেশনগুলোর মতো এই সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা গিনি নিরুদ্দেশ।
দীর্ঘ সাত বছর ধরে মহিলা ক্রীড়া সংস্থায় নির্বাচন হয়নি। এ ছাড়াও রয়েছে নানা অভিযোগ। দ্রুততম সময়ে নির্বাচনের দাবি নিয়ে সংস্থায় হাজির খেলোয়াড়, কোচ ও সংগঠকরা।
এ ব্যাপারে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা এনটিভিকে বলেছেন, ‘একজন এমবি বা হুইপের তো নিজের নির্বাচনী এলাকায় অনেক কাজ থাকে। তাহলে তিনি সেটা বাদ দিয়ে ক্রীড়া সংস্থায় কেন? গত সাত বছর মাহাবুব আরা গিনি এখানে নির্বাচন হতে দেননি। তাকে আমি ধিক্কার জানাই। ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু সেটা হতে দেননি।’
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তাসনিম আকবরী শিল্পী বলেছেন, ‘আমরা চাই দ্রুতই একটা নির্বাচন হোক। ভোট হোক। যোগ্য ব্যক্তি যোগ্য হিসেবেই চেয়ারে বসুক। আমরা নির্বাচন চাই। ’
দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এই নারীরা ক্রীড়া ফেডারেশনগুলোতে বঞ্চিত। মেধা অনুযায়ী মূল্যায়ন চান তারা।
কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী শুটার সাবরিনা সুলতানা বলেছেন, ‘একজন খেলোয়াড় তৈরি করার মতো যোগ্য আছে। একটা কমিটি চালানোর মতো যোগ্যতা আমাদের আছে। একটা ফেডারেশনও চালানোর যোগ্যতা আছে। তাহলে কেন আমরা ফেডারেশনে আসতে পারব। দেশের প্রকৃত ক্রীড়া প্রেমিদের অবস্থা কখনও মসৃণ ছিল না। এই জন্য দেশের খেলা এগিয়ে যাচ্ছে না।’