কক্সবাজারে সমুদ্রে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/16/coxs-bazar.jpg)
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতহার নূর কায়েম (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে কলাতলী সমুদ্র তীরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আতহার নূর উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। তিনি কায়েম কক্সবাজার ডিসি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী শফিউল করিম।
শফিউল করিম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে ওই শিক্ষার্থী। খেলা শেষে বন্ধুদের সঙ্গে গোসলে নামে। নামলে স্রোতে ভেসে যায় ওই শিক্ষার্থী। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক ‘সি লাইফ গার্ড’ নিয়ে আমরা উদ্ধার কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্রে চলে আসে। ঘুম থেকে উঠে শুনি, আমার 'ধন' সাগরে ভেসে গেছে।