ছোট ঘরকে বড় দেখানোর চার কৌশল
বর্তমানে মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। ব্যস্ততম শহরে মাথা ঠাই পাওয়ার জন্য সবাই মনের মত বাসা খুঁজে পায় না উল্টো ভাবতে হয় সামর্থ্য অনুযায়ী বাসা খোঁজা নিয়ে। শহুরে জীবনে ছোট বাসাতে বড় সমস্যা অল্প আসবাবেই ঘরের সব জায়গা দখল করে রাখে। তবে আপনি চাইলে আপনার সাধ্যের মধ্যেই ছোট ঘরকে বড় করে তুলতে পারেন। সে জন্য আপনাকে কিছু সহজ কৌশল শিখে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ইউএই জানিয়েছে সহজ সমাধান, চলুন দেখে নেওয়া যাক।
উজ্জ্বল রঙ্গে রাঙিয়ে তুলুন
যদি ঘরটি বড় দেখাতে চান তাহলে হালকা রঙের জুড়ি নেই। উজ্জ্বল রঙ ব্যবহার করুন কেননা গাঢ় রঙ ব্যবহারে ঘর সীমাবদ্ধ করে দেয় এবং আকারে ছোটো মনে হয়। ছোট ঘরটি করে দেয় অস্বস্তি ও আঁটসাঁটে ভাব। তাই ছোটো ঘরকে বড় করে সাজাতে হালকা রঙ বেছে নেওয়াই ভালো।
আয়না
একটি ছোট ঘরে প্রচুর আলো ছড়িয়ে দিবে একটি মাঝারি ধরনের আয়না। যে দেয়ালটি একটু প্রশস্ত সেখানে ঝুলিয়ে রাখুন। আয়নার প্রতিফলনের ফলে ঘরে প্রশান্ত করে দিবে এবং ঘরকে প্রশস্ত মনে করিয়ে দেবে।
সবুজের ছোঁয়া ছড়িয়ে দিন
ঘরকে বড় করে তোলার জন্য বড় বাগানের দরকার নেই। শৌখিনতার জন্য ঘরের ভেতরে টবে করে একটি দুটি গাছই যথেষ্ট। তাই ছোট ঘরে সবুজের ছোঁয়া দিতে পারেন।
সঠিক জায়গায় আসবাব রাখুন
বিশৃঙ্খলভাবে আসবাব রাখলে ঘরকে আরও ছোট দেখায়। তাই ছোট ঘরে অনেকেই চেয়ারের নিচে কার্পেট দিয়ে রাখে এতে সৌন্দয নষ্ট করে। কেননা, এতে অসামাঞ্জ্যস দেখাবে। সেক্ষেত্রে চেয়ারের নিচে জায়গাতে ছোট কার্পেট রাখুন। দেখবেন যে , সঠিক জিনিস ঠিক জায়গাতে রাখলে ছোট ঘরকে অনেক গুছানো মনে হবে।