আপনার জিজ্ঞাসা
সালাতের শেষ বৈঠকের শেষ পর্যন্ত কি আঙুল উঁচু রাখতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫১তম পর্বে টেলিফোনের মাধ্যমে বুলবুল নামের একজন জানতে চেয়েছেন, সালাতের শেষ বৈঠকের শেষ পর্যন্ত কি আঙুল উঁচু করতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সালাতের শেষ বৈঠকে দোয়ার শেষ পর্যন্ত আঙুল উঁচু করতে হয়?
উত্তর : ধন্যবাদ এই ভাইকে। সালাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা ও বাকি দোয়াগুলোর শেষ পর্যন্ত আঙুল উঁচু করে রাখতে হয় এবং ইশারা করতে হয়। সুন্নাহ হচ্ছে আঙুল দিয়ে ইশারা করবে ও নাড়াবে। এই মর্মে হাদিস রয়েছে। সেটিকে বিশুদ্ধ বলেছেন আলেমরা। তাই স্পষ্ট বলা যায়, এই নিয়মটি সুন্নাহ।