টপঅর্ডার নিয়ে ভাবনার কিছু নেই : শান্ত
রাত পোহালে ভারত সিরিজ। নিজেদের মাটিতে ভারত সবসময় ভালো। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পরিসংখ্যানও কথা বলছে দলটির হয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ, সেই চ্যাম্পিয়নশিপেও সবার ওপরে ভারত। সবমিলিয়ে বাংলাদেশের সামনে অপেক্ষায় কঠিন এক সিরিজ।
কঠিন হলেও সিরিজ শুরুর আগে ফুরফুরে বাংলাদেশ। ভারত সফরে আসার আগে পাকিস্তানকে তাদের দেশে হারিয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল পাকিস্তানকে। সাদা পোশাকে আগের চেয়ে বেশ উন্নতি চোখে পড়ছে বাংলাদেশের। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও মেলে ধরছেন নিজেদের।
পাকিস্তানকে হারানো সিরিজটিতে ব্যাটারদের তুলনায় বোলারদের অবদান কিছুটা হলেও বেশি ছিল। বিশেষত, বাংলাদেশের টপঅর্ডার রান পায়নি সেভাবে। সেটি ভারত সিরিজে দুশ্চিন্তার কারণ হতে পারে কি না, জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। ম্যাচের আগে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক অবশ্য উত্তর দিয়েছেন, চিন্তার কিছু নেই।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টপঅর্ডাররা রান করেনি তা নয়। সাদমানের একটা ভালো ইনিংস ছিল। ছোট হলেও জাকিরের একটা ভালো ইনিংস ছিল। যে যেখানে ব্যাটিং করছে, ভালো করছে। মুশফিক তার জায়গায় দীর্ঘদিন ধরে খেলছেন, লিটন-মিরাজও দুর্দান্ত। আমরা একটা ভালো সিরিজ শেষ করে এলাম। আমাদের যে সেটআপ (টপঅর্ডারের ব্যাটিং) আছে, ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হয় না খুব বেশি পরিবর্তন করা দরকার। ওপরে যে চারজন আছেন, সবার সামর্থ্য আছে।’