অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত?
পাকিস্তান সফরে চমৎকার নৈপুণ্যের পর ভারত সফর ও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স তলানিতে। সমালোচনার ঝড় বইছে চারদিকে। সবচেয়ে বেশি আঙুল উঠছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে। অধিনায়ক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও বেহাল দশা তার।
এমন সময়ে গুঞ্জন উঠেছে, অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিন ফরম্যাটের ক্রিকেট থেকেই দায়িত্ব ছাড়বেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আজ শনিবার (২৬ অক্টোবর) জানিয়েছে এমনটি। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে আজ চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে এমন খবর দিল ক্রিকবাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তার বরাতে ক্রিকবাজ জানায়, শান্ত তার ব্যাপারটি বিসিবিকে জানিয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে থাকার জন্য বলা হলেও তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। দেশের বাইরে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি ফেরার পরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
শান্তর নেতৃত্বে বাংলাদেশ দলের শুরুটা ভালো হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। তা ছাড়া, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন কথা বলে সমালোচনার শিকার হয়েছেন তিনি। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সবমিলিয়ে চাপ থেকে নিজেকে দূরে সরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তিনি।