হারলেও শান্তর মুখে মিরাজ-তাইজুলের বন্দনা
ঢাকা টেস্টের তৃতীয় দিনে কেবল একটু লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তাতে শঙ্কার কালো মেঘ ঢেকে আকাশে উঁকি দিয়েছিল খানিকটা সোনালি আভা। তা অবশ্য মিলিয়ে গেছে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে। টেস্টের চতুর্থ দিনে দ্রুত উইকেট হারানো এবং দক্ষিণ আফ্রিকার অল্প রান তাড়া করে ফেলা—ফলাফল সাত উইকেটে বাংলাদেশের পরাজয়।
হারলেও এই টেস্ট থেকে বাংলাদেশের ব্যক্তিগত প্রাপ্তি আছে। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৯৭ রানের ঝলমলে ইনিংস। এই ইনিংস খেলার পথে গড়েছেন দারুণ এক কীর্তি। আপাতত যে কীর্তি নেই বাংলাদেশ তো বটেই, বিশ্বের আর কোনো ক্রিকেটারের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৩-২০২৫) তিনিই একমাত্র ক্রিকেটার, একইসঙ্গে যিনি ৫০০ রান করেছেন এবং ৩০ উইকেট নিয়েছেন। স্বভাবতই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট মিরাজের।
এছাড়া, তাইজুল ইসলাম প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। যাতে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছেন ৮টি উইকেট।
মিরাজ ও তাইজুল দুজনকেই আজ ম্যাচ শেষে সম্মাননা স্মারক দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। ম্যাচে দলের ইতিবাচক দিক এই দুজন বলে মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ’দলগতভাবে আমরা ব্যর্থ হয়েছি। তবে, আমাদের ব্যক্তিগত কিছু অর্জন ছিল। মিরাজ ও তাইজুল যা করেছে, তা আমাদের জন্য ইতিবাচক। তাদের অর্জন দলের জন্য অনেক বড় পাওয়া।’