রাজবাড়ীতে চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/22/rajbari_news_pic.jpg)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাগলা ইউনিয়নে এক চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ রোববার (২২ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে তাঁকে চায়ের দোকানের পাশে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চরমপন্থী সদস্যদের নাম সুশীল কুমার রায় (৫৮)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাগলা ইউনিয়নের হাউলি কেওটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র আইনে ও দুটি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী বাজারে যান সুশীল। এ সময় একদল অস্ত্রধারী তাঁকে ডেকে নিয়ে এমদাদুলের চায়ের দোকানের পাশে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে মৃত ভেবে চলে যায় তারা। পরে তাঁর বড় ভাই সুনীল তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘আমি এখনও ঘটনা স্থলে রয়েছি। মনে হচ্ছে প্রতিপক্ষ সুশীলকে হত্যা করেছে। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র আইনে ও দুটি হত্যা মামলা রয়েছে থানায়।’