রাজবাড়ীর সাবেক মেয়র শেখ তিতু কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার রাজবাড়ীর সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালত তাঁকে কারাগারে পাঠান।
আলমগীর শেখ তিতুর পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলেও আদালতের বিচারক সুমন হোসেন জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তিতুকে গ্রেপ্তার করে র্যাব-১০। আজ তাঁকে আদালতে তোলা হয়। তিনি শহরের ২ নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। সেই মামলায় সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ৭ নম্বর আসামি।